প্রতিনিধি
চাঁদপুর শহরের ইচলীঘাট (বাগাদী রোড) এলাকায় দু� পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় বহু দোকানপাট ভাংচুর করা হয়েছে। একই এলাকার পাটওয়ারী বাড়ি ও ভূঁইয়া বাড়ির লোকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ক্ষতির শিকার হয়েছে স্থানীয় নিরীহ ব্যবসায়ীরা। তবে এ সংঘর্ষের ঘটনার জড়িত কাউকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
গত মঙ্গলবার রাতে শহরের মীর শপিং কমপ্লেক্সের সামনে রেদওয়ান ও বাবলুর মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু� জনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা তাদের এলাকায় গিয়ে পৌঁছলে দু� গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই এলাকায় দু� পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দেশীয় অস্ত্রের আঘাতে রেদওয়ান গ্রুপের ঝুম্মান (২০), শামিম (১৯), ফয়েজ (১৯) গুরুতর আহত হয়। এর সূত্র ধরেই বিল্লাল ও ইসমাইল গ্রুপের লোকজন রাত ১টায় ইচলী এলাকার ভূঁইয়া বাড়ির সামনে অবস্থিত দোকানপাটগুলোতে হামলা চালায়। তাদের হামলায় দোকানের সার্টার ভেঙ্গে যায়। নুরুজ্জামান পাটওয়ারীর বসত ঘরেও হামলা চালানো হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ভাংচুরকৃত দোকানগুলো হলো- আব্দুল খায়ের ও জাকিরের কসমেটিক দোকান, ইছহাকের চা দোকান, নুরু ভূঁইয়ার মুদি দোকান, গিয়াস উদ্দিন মিলনের বন্ধ দোকান, ফারুকের ফার্মেসী, মিলন ভূঁইয়ার চা-দোকান, মিজানের মুরগি ফার্ম, ইয়াকুব ভূঁইয়ার মুদি দোকান, মহসিনের ফ্ল্যাক্সিলোডের দোকান, সালাউদ্দিন ও মফিজ ভূঁইয়ার ফার্নিচারের দোকান। গতকাল সকালে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তাদের দোকানের সামনে। দোকান ভাংচুরের পরও গতকাল উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। স্থানীয় এলাকাবাসী জানান, আবারো উভয় গ্রুপের মধ্যে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।