আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃজিঃআঃ) বলেছেন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের
প্রতিনিধি
মাযহাব হানাফী। আমরা আল্লাহর দেখানো পথে ও রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শের উপর ভিত্তি করে আমলী জিন্দেগী গঠন করবো। তিনি বলেন, ইসলাম কোনো মুখের বাণী নয়। তা আমলের মাধ্যমে দেখাতে হয়। ইসলামের কিছু মানলাম আর কিছু মানলাম না এটার নাম ইসলাম নয়। আজ ইসলাম থেকে নানাভাবে বিচ্যুতি ঘটে চলছে গোটা সমাজের।
তিনি গত শনিবার চাঁদপুর সদর উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে বাগাদী চৌরাস্তা বালুর মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলের কার্যক্রম বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। মাহফিলে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দিন হুসাইন, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী, প্রচার সম্পাদক আলহাজ্ব মাওঃ হাফেজ বোরহান উদ্দীন ছালেহী, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মোঃ মাহফুজ উল্লাহ খান, মাওঃ আব্দুল মান্নান প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কাজী মুফতীয়ে আজম আল্লামা মোস্তফা হামেদী, বাগাদী দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওঃ একেএম নেয়ামত উল্লাহ, সন্তোষপুর দরবার শরীফের পরিচালক আলহাজ্ব মাওঃ আব্দুল করিম বিন মুহাম্মদ, চাঁদপুর সদর উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইদ্রিস, যুগ্ম সম্পাদক মাওঃ মোঃ মোজাম্মেল হক, ফরিদগঞ্জ উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আবদুর রহমান, মাওঃ আ.হ.ম. মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সফিউল আলম, হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইউসুফ, আলহাজ্ব মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকী, মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক ডাঃ এইচএম মফিজুল ইসলাম, হাজী সেলিম, মতলব উত্তর উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সফিকুল ইসলাম, মাওঃ মোঃ জসিম উদ্দিন আনছারী, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মাওঃ মোঃ জাকির হোসেন হিরু, মোঃ সরোয়ার আলম, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইয়াসিন পাটওয়ারী, ছাত্র হিযবুল্লাহর যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ মানুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পীর ছাহেব আরো বলেন, নারী আমাদের মায়ের জাতি। আজ আমাদের নারী সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। এ দেশের নারী সমাজ আধুনিকতার অভিশাপে হাবুডুবু খাচ্ছে। আধুনিকতার নামে যেমন খুশি জীবন যাপনের সমর্থনে শুধু যুগের পরিবর্তন কোনো অজুহাতই ইসলাম গ্রহণ করে না। ইসলাম সকলের জন্য, সব সময়ের জন্য। সময় বা যুগের পরিবর্তনে এর কোনো পরিবর্তন হয় না। সুতরাং আধুনিকতার দোহাই দিয়ে সমাজে বেহায়াপনা ও অশ্লীলতা করে যাবে এটা ইসলাম বরদাস্ত করে না। পীর ছাহেব ভক্ত মুরিদানকে উদ্দেশ্য করে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা পালনসহ ইসলামের হুকুম আহকাম পালন করতে হবে। পরে পীর ছাহেব দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।