অভিজিত রায় ॥
“রুখবো দূর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের শপথ চত্ত্বরে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। তিনি বক্তব্যে বলেন আমাদের সকলকে দূর্নীতিকে না করতে হবে। আমার সকলে দূর্নীতি ও স্বজনপ্রীতিকে পশ্রয় না দিলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। সকলের মধ্যে দূর্নীতি বিরোধী চিন্তা লালন করে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। দূর্নীতি থেকে দেশ মুক্ত না হলে আমাদের স্বাধীনতা স্বপ্ন বাস্তবায়ন হবে না। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এম এ গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন এনডিসি রাজীবুল আহসান, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সাপ্তাহিক লাল সবুজের মেলার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।