স্টাফ রিপোটার ॥ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বর্তমান সরকারের সময়ে দেশ সকল বিভাগে দ্রুত উন্নতি সাধন করেছে। জেলার সকল পর্যায়ে বাজারদর অনলাইনের আওতায় আনা হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ফেইসবুকের মাধ্যমে মনিটরিং করা হবে। জেলায় যতগুলো হল্ডিং নং রয়েছে তা রির্টান থ্রি অনলাইন করা হবে। সাধারণ মানুষের ভূমি জটিলতা নিরশনে শাহরাস্তি উপজেলাতে প্রথম ওয়ানস্টপ চালু করা হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ওয়াইফাই চালু করা হয়েছে। অনেক অফিসে ই-এন্ডারিং চালু করা হয়েছে। গত দু’মাসে চাঁদপুরের অধিকাংশ অফিসে সিসি টিভির আওয়ায় আনা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এসএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. প্রদিপ কুমার দত্ত, ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়া, নির্বাহী ম্যাজিষ্টেট সঞ্চয় কুমার মহন্ত, বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ। সভায় এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকতারা উপস্থিত ছিলেন।