আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০১৫ উদ্যাপনকল্পে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল পৌঁনে ১১টায় জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্থ ২০১৪ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যবিবরণী পাঠ করেন এবং প্রস্তুতি সভা সঞ্চালনা করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মসূচির সাথে মিল রেখে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবো। একুশের প্রথম প্রহরে ১০টি সংগঠনের নাম ঘোষণা করা হবে শ্রদ্ধাঞ্জলী প্রদানের সময়। যে ১০টি সংগঠনের নাম বলা হবে তারা প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করবে। যা গত বছর করা হয়েছিলো।
তিনি আরোও বলেন, চাঁদপুর শহর শিল্প-সংস্কৃতিতে অনেক এগিয়েছে। সেদিকে দৃষ্টি রেখে চাঁদপুরে একুশ উদ্যাপন করা হবে। তবে বিগত বছরের তুলনায় এবছর একুশ উদ্যাপন আরোও সুন্দর হবে। সেজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হচ্ছে। তবে এ বছর একুশে বই মেলা করা হবে না
এ প্রস্তুতি সভায় আরো সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মকা- পরিবেশন করা হবে। তবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীকে দায়িত্ব দেয়া হয়েছে। চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সরকারি এ কর্মসূচির পূর্ব থেকে শহীদ মিনারের মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের কর্মকা- পালন করবে। শহীদ মিনার সংলগ্ন সিএনজি স্কুটার স্ট্যান্ড থেকে ঐদিন সকল পরিবহন অন্যত্র সরিয়ে রাখতে হবে। শিশুকিশোরদের জন্য উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহান মাতৃভাষা দিবসে চাঁদপুর পৌরসভা কর্তৃক নতুন বাজার সড়ক, অঙ্গিকার পাদদেশ, শহীদ মিনার চত্তর, ইলিশ চত্তর, শপথ চত্তর ও সড়ক দ্বীপসহ সর্বত্র বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হবে। সকল স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা, সূর্যোদয়ে সাথে সাথে স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে। পতাকা পর্যবেক্ষণের জন্য টিম গঠন করে মনিটরিং করা হবে। যদি কোনো প্রতিষ্ঠানে সঠিকভাবে পতাকা উত্তোলন করা না হয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবিধামত সময়ে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হবে।
এছাড়া ঐদিন বিকেল ৩টায় জেলা শিশু একাডেমী কর্তৃক চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মনোয়ার আলী, জেলা স্কাউটস্ সম্পাদক অজয় কুমার ভৌমিক, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চাঁদপুরের উপ-পরিচালক শাকুরুন নেছা, জেলা মৎস্য অধিদপ্তরের কাইয়ুম তালুকদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের মোবারক হোসেন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ফরিদ আহমদ মনির, আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন, এডিপিইও খোরশেদ আলম, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহ্, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, এক্স ক্যাডেট সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।