২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষ্যে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ বিশেষ উদ্যোগ নিয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বনানীস্থ কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এক সাধারন সভায় দিবসটিকে বিশেষ গুরুত্বে রেখে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারীর প্রভাত ফেরীতে অংশগ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া একইদিনে চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্নস্থানে এবং লন্ডনে দিবসটি গুরুত্বসহকারে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা সৈনিকদের সন্মাননা প্রদান এবং আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান আয়োজন করবে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ। সভায় ১৮ ফেব্রুয়ারী ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ যুক্তরাজ্য শাখা কর্তৃক লন্ডনে ‘ভাষা আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করা হয়।
ইয়ুথ ভয়েসের সাধারণ সভাটি সঞ্চালনায় ছিলেন মহাসচিব কারিমুল হাই নাঈম। সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান সোহেল, তারেক রহমান, যুক্তরাজ্য শাখার সদস্য সচিব আল সাবাবিন, কেন্দ্রীয় সদস্য রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। আরও বক্তব্য রাখেন আহমেদ হোসেন ইমতিয়াজ অনিক, ফয়সাল আহমেদ উদয়, কয়সার আহমেদ, ওবায়দুর ইসলাম, নাজমুল হোসেন, সোলায়মান কবির আরিফ, সৈকত কুমার সাহা, মাহমুদ ফয়সাল, রাশিদুল ইসলাম, মাজহারুল ইসলাম তুষার, হাসান শাহরিয়ার হৃদয়, জাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, মুজাহিদুল ইসলাম পারভেজ, দীন ইসলাম, নজমুল হাসান, আরিফুর রহমান রনি, রাফসান জনি চৌধুরী প্রমুখ।