মিজানুর রহমান রানা
চাঁদপুরের নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় নেতা চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপি’র সদস্য কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেছেন, ‘আমার সব সৃষ্টি, পথচলা এবং আমি কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল-এর জনপ্রিয়তার পেছনে চাঁদপুরের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমার পথচলার শুরুতেই আমি এই সাংবাদিক পরিবারের একজন হিসেবে কাজ করেছি, আজও আমি সাংবাদিক পরিবারের সাথে যে কোনো সময় একাত্মতা পোষণ করে তাদের সুখে-দুঃখে এগিয়ে আসার চেষ্টা করি। ফলে আপনারাও আমাকে যেমন সহযোগিতা করেছেন তেমনি আমিও আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাছাড়া আপনারা কষ্ট করে দিন-রাত পরিশ্রম করে যে কাজ চালিয়ে যাচ্ছেন তা আর কেউ না বুঝলেও আমি বুঝি বলেই আমি অন্যদের চেয়ে আপনাদের পাশে বেশি থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
বুধবার বিকেলে শহরের হাজী মহসিন রোড রসুইঘর-এ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম এ লতিফ। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বাদল মজুমদার, কার্যনির্বাহী সদস্য ইয়াসিন ইকরাম, সদস্য মিজান লিটন, মুসাদ্দেক আল আকিব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক দাস, অর্থ সম্পাদক সাইদ হোসেন অপু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রানা, কার্যকরী সদস্য সাইফুল আজম, সদস্য একে আজাদ, মাসুদ আলম, রেজাউল ইসলাম, এসএম সোহেল, এমআর ইসলাম বাবু সহ সদস্যবৃন্দ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।