মিজানুর রহমান রানা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের নব নির্বাচিত কমান্ডারের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনীকালীন সময়ে সবাই আমাকে অকুণ্ঠচিত্তে সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন। একথা সবাই জানেন যে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ না হলে জাতির পিতার ডাকে যুদ্ধ না হলে আজ আমাদের স্বাধীন দেশে এসব আয়োজন করা সম্ভব হতো না। সেই সময়ের কান্ডারী মুক্তিযোদ্ধারা যারা আজ দেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা অবিরল। আমি প্রত্যাশা করি সেদিনের যেদিন প্রতিটি বাঙালির বুকে মুক্তিযুদ্ধের চেতনা লালিত হবে। আমি মুক্তিযোদ্ধাদের সংসদ নির্বাচনের সময় সবার সুন্দর মন ও মানসিকতা দেখেছি। এটা একটা গৌরবের বিষয়। যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আপনারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। আপনারা মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার সমব্যাথী হবেন এটাই সবার কামনা।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাংগঠনিক সম্পাদক মহসিন পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রফেসর সিরাজুল হক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতি, ফরিদগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এনডিসি আমিনুর রহমান, সহকারী কমিশনার আবদুল্লাহ সাদেক, রুনা লায়লা, প্রেসকাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মার্কেট সমিতির সভাপতি নান্নু মিয়া, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাঠান, ডা. কবিতা সাহা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কমান্ডার আলহাজ্ব মাহবুব হোসেন পাটওয়ারী। পরে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন নব নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় জেলা, উপজেলার সকল মুক্তিযোদ্ধা, জেলার সাংবাদিক ও সুধীসমাজ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।