গত বুধবার মার্কিন দুতাবাসের সন্নিকটে একজন আত্মগাতি বোমা হামালাকারী নিজে নিরাপত্তা কর্মীর বেশ ধরে আত্মগাতি বোমা হামলা চালায় ।এতে হামলাকারী সহ তিনজন নিহত হয় । (কাবুল –সি এন এন অবলম্বনে )।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র শেদিক সিদ্দিকি জানান ,আক্রমণকারীর শরীরে বিস্ফোরক সংযুক্ত ছিল ।
বোমারুর লক্ষ ছিল আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থা ,উর্ধতন সরকারী কর্মকর্তা এবং সরকারী অফিস সমূহ । শেদিক সিদ্দিকি আরও বলেন ,তবে আফগান করত্তিপক্ষ বোমারুর লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল তা নিয়ে সঠিক ধারনা দিতে পারে নাই ।
তিনি জানান একজন বেসামরিক কর্মকর্তা এবং একজন নিরাপত্তা কর্মী হামলায় নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে ।
তালেবানের নেত্রিত্তে দেশজুড়ে প্রায় আক্রমণ চলছে ,যেখানে ন্যাটো এবং তালেবানদের বিদ্রোহ চলছে ।
চাঁদপুর নিউজ সংবাদ