স্টাফ রিপোর্টার:
মিসফির আফসারী (ক্যাডেট অংকন) এ বছর জেএসসিতে ফৌদারহাট ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে । তার এই ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। একই সাথে তার শিক্ষকমন্ডলী ও পিতা-মাতার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। যেন তারএ ফলাফল অব্যাহত থাকে। ক্যাডেট অংকন সর্বোপরি যেন একজন আর্দশ মানুষ হতে পারে, দেশের হয়ে কাজ করতে পারে এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। ক্যাডেট অংকন এর পিতা সাংবাদিক মোরশেদ আলম রোকন, সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সাংঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক। তার মাতা দিল-রুবা-খানম একজন গৃহিনী।