-
ভালোবাসি মা তোমায়
এঁকে ছিলাম আমি তোমাকে এ বুকে
যে দিন হতে আমি এসে ছিলাম
এই ভূবনে,
তুমিতো আমার মা
যাঁর সম্মান আল্লাহ্, রাসুলের পরে
সকল দুঃখের মাঝে,
সকল কষ্টের মাঝে
তোমার নাম যে আমার কাছে মধুর লাগে
তুমি তো আমার মা।
তুমি যে আমার কত আপন
বুঝেও বুঝিনা আমি,
কতযে কষ্ট দিয়েছি তোমায়
শয্য করেছ তুমি
তুমিতো আমার মা।
গর্ভ ধারণী মা
তোমার যে নাই তুলনা,
কষ্ট দিয়েছি শয্য করেছ
প্রহার করনি কোন দিন
ভালোবেসেছো নিঃশ্বার্থে
মাতৃত্তের দাবিতে
তুমিই আমার মা
আর কেউ না।
।
-
হাঁসি কান্নার মাঝে
হাঁসি কান্নার মাঝে
জীবনের শ্রেয়তা
উদ্দমি হৃদয় আমার
যৌবনের সাধনা
সবকিছুর মাঝে ভালোবাসা পাই
প্রিয়তমা আমার বাসনা
দুখের মাঝে সুখ খুঁজে পাই
তোমার আলিঙ্গনে
সকল ভাবনা শেষ হয়ে যায়
তোমার দর্শনে
দুঃখের মাঝে সুখের ছত্রছায়া পাই
পুলের গ্রাণ সুকে পাখিদের কলতানে
বাতাসের দোলনিতে
তোমারি অপেক্ষায়
কষ্টতে ভরা কৃষ্ট
কষ্টতে ভরা কৃষ্ট
জীবনে কত সাফল্য
সবই কি শেষের অর্থ
নাকী প্রবাদ বাক্য
জীবনে আরো সফলতা চাই
জলের তৃষ্ণার ন্যায়
তুষ্ট আমি সন্তুষ্ট
প্রভূর দেওয়া আশির্বাদ অনন্ত্ম
কত যে আমি বিপদে
ভরা সাগরের উত্তাল তরঙ্গে
সঞ্চার করি সাহস আমি
বিপদ মুখে প্রভূর নামে
হাজীগঞ্জ মডেল কলেজ
মানবিক শাখা, প্রথম বর্ষ।