শওকত আলী ॥
চাঁদপুর শহর ও শহরতলীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে দীর্ঘদিন যাবত স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ও বিভিন্ন স্থান থেকে যুবক যুবতীরা প্রেম নিবেদনের নামে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকছে। আবাসিক হোটেলগুলো এসব অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কল্পে চাঁদপুর মডেল থানার অফিসার্জ ইনচার্জ মোঃ মামুনুর রশিদের উদ্দেগে হোটেল মালিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় মডেল থানার অফিসার্জ ইনসচার্জ কার্যালয়ে এ মত বিনিময় সভায় হোটেল মালিকরা উপস্থিত হন। মত বিনিময় সভায় অফিসার্জ ইনচার্জ মামুনুর রশিদ হোটেল মালিকদের উদ্দেশ্যে ও সতর্ক করে তাদেরকে বলেন, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অসামাজিক কার্য কলাপ করার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে হোটেল মালিক ও ম্যানেজারকে আইনের আওতায় এনে গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ করবেন করে বলে তিনি বলেন। চাঁদপুর একটি শান্তির শহর এ শহরকে অশান্তির দিকে দাবিত হতে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দেবে না। প্রয়োজনে পুলিশ হোটেলগুলোতে যখন তখন অভিযান চালাবে। অভিযানকালে অনৈতিক ও অসামাজিক অবস্থায় লিপ্ত থাকতে কাউকে পাওয়া গেলে তাদেরকেও ছাড় দেওয়া হবেনা। এই প্রথম বারের মত তাদেরকে হুশিয়ার করে দেওয়া হয়। এরপর থেকেই ব্যবস্থাগ্রহণ চলবে। এসময় মডেল থানার ওসি তদন্ত আরিচুল হক, সেকেন্ড অফিসার মনির আহমেদ, প্রশাসন পক্ষ থেকে উপস্থিত ছিলেন। হোটেল মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক হোটেল আল রাশিদার মালিক আঃ রশিদ খান, শরিয়তপুর হোটেলের জয়নাল আবেদিন, নিউ শ্যামলীর রতন, রজনীগন্ধা হোটেলের ইঞ্জিনিয়ার মোঃ হাসান খান, হোটেল রোজগার্ডেনের মোঃ মাসুদ মিজি, হোটেল সফিনা মমিনুল্লা, ভাই ভাই হোটেলের মাওঃ আঃ রহমানসহ অন্যান্য হোটেলের মালিক ও ম্যানেজার উপস্থিত ছিলেন।