মতলব প্রতিনিধি :
গত বছরের তুলনায় এবার ডায়রিয়া রোগীর সংখ্যা প্রায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। পঁচা-বাঁশি, খোলা খাবার, অপরিচ্ছন্নতা ও আবাহাওয়াজনিত কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত ৫ মাসে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে প্রায় সাড়ে ৮ হাজার ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ইল্শেপাড়কে নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১১ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫ মাসে এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছে ৬ হাজার ৪ শ’ ৬২ জন। তবে হাসপাতালে চিকিৎসা নেয়া অবস্থায় ৬ মাসে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সূত্র জানায়, প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডায়রিয়া রোগীদের পর্যান্ত বেড ঔষধ ও চিকিৎসা রয়েছে বলে হাসপাতালের সিনিয়র ডাক্তার শেখর চন্দ্র দাস ইল্শেপাড়কে জানান। আগামি মাস থেকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়াতে পাড়ে বলে তিনি জানান। আবহাওয়াজনিত কারণে, হোটেলের পঁচা-বাঁশি ও অপরিচ্ছন্নতা এবং অসচেতনতার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়। চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কুমিল্লা, চান্দিনা, বরুরা, নোয়াখালীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এ হাসপাতালে প্রতিনিয়ত রোগী আসছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।