অভিজিত রায় ॥
চাঁদপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নাছির উদ্দিন আহমেদে বিজয়ী হওয়ায় তার নির্বাচনী কমিটির আহবায়ক জেলা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীকে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফুলেলে শুভেচ্ছা জানিয়েছে। সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপদেষ্টা সদস্য আব্দুর রশিদ সর্দার, সদস্য শাহীর পাটওয়ারী, জেলা শ্রমীক লীগের সাবেক সভাপতি শাহ আলম মিয়া ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাহাবুবুর রহমান পাটওয়ারীসহ বিভিন্ন অংগ সংহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ।

