যৌবনের শক্তি
হাঁসি কান্নার মাঝে
জীবনের শ্রেয়তা,
উদ্দামী হৃদয় আমার
যৌবনের সাধনা।
সবকিছুর মাঝে ভালবাসা পাই
প্রিয়তমা আমার বাসনা,
দুঃখের মাঝে সুখ খুঁজে পাই
তোমারি আলিঙ্গনে।
সকল ভাবনা শেষ হয়ে যায়
তোমারি দর্শনে,
দুঃখের মাঝে সুখের ছত্রছায়া পাই
ফুলের গ্রান শুকে, পাখিদের কলতানে
বাতাশের দৌলনীতে
তোমারি অপেক্ষাতে ।
আব্দুল্লাহ আল নোমান
হাজীগঞ্জ মডেল কলেজ
মানবিক শাখা, ১ম বর্ষ