আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মতলব দক্ষিণ উপজেলায় ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩১ মার্চ বুধবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাফর ইকবাল মুন্না ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের স্বাক্ষরিত এক পত্রে ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে জাবেদ হাসান সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ আঃ কাদের ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
৩ সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।এবং কমিটিতে মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না এই মর্মে নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তি।