কামরুল হাসান, দাউদকান্দি সংবাদদাতা॥
দৈনিক আমাদের কুমিল্লার বার্তা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দীন মোল্লা ও আমাদের কুমিল্লা অফিসের অন্যান্য সংবাদকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১ টায় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্্রান্ডের জেএম মেডিসিন মিলনায়তনে কৃষি বিষয়ক গবেষক অধ্যাপক মতিন সৈকতের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি জার্নালিষ্ট গিল্টের সভাপতি কবি ও লেখক মো. আলী আশরাফ খান, তিতাস প্্েরসকাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের মো. ওমর ফারুক মিয়াজী, দৈনিক কুমিল্লার কাগজের মো. আলমগীর হোসেন, দৈনিক দিনকালের মো. শরীফুল ইসলাম, দৈনিক আমাদের কুমিল্লার মো. রুহুল আমিন, মাইটিভির জিল্লুর রহমান, দৈনিক ভোরের পাতার মো.জাকির হোসেন, দৈনিক অন্যদিগন্তের মো.ইব্্রাহিম ও সাংবাদিক নুরুল আমিন মিয়াজী প্রমূখ। বক্তারা বলেন, দৈনিক আমাদের কুমিল্লা অফিসে হামলা মানে কুমিল্লার সকল সাংবাদিকদের উপর হামলা। আমরা এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হউক। আর নয়তো দাউদকান্দির সাংবাদিক সমাজ লাগাতার কর্মসূচী দিতে বাধ্য হবে। এদিকে দৈনিক আমাদের কুমিল্লা অসিফে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন, দাউদকান্দি সাংবাদিক ইউনিয়ন, দাউদকান্দি জার্নালিষ্ট গিল্ট, দাউদকান্দি রিপোর্টাস ফোরাম, দাউদকান্দি প্্েরস সোসাইটি ও তিতাস প্্েরসকাব।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।