খোরশেদ আলম শিকদার ঃ
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার ভিডিও টেলিকনফারেন্সে বলেন, আমাদের মাতৃভূমিতে জঙ্গী ও সন্ত্রাসের স্থান নেই । সকল জনগন সচেতন হয়ে তাদের প্রতিবেশি ও স্বজনদের কার্যক্রম সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান । জঙ্গী ও সন্ত্রাসী রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বারকে সভাপতি করে ২০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। এ কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশে জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের অবসান ঘটবে। মঙ্গলবার কচুয়া থানা প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় কমিউনিটি ও গ্রাম পুলিশের উদ্দেশ্যে ভিডিও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার।
চাঁদপুরের কচুয়ায় জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া থানা প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় কমিউনিটি ও গ্রাম পুলিশের উদ্দেশ্যে ভিডিও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার।
এসময় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আ: হানিফ, কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি, কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক প্রানধন দেব, মুক্তিযোদ্ধা মো: আনোয়ার সিকদার প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।