চাঁদপুর: পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুরে তাঁর ৩ দিনের কর্মসূচির মধ্যে গতকাল প্রথম দিন সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে মতবিনিময় করেন চাঁদপুর জেলার ডাক্তার, আইনজীবী, শিক্ষক, চাকুরিজীবীসহ বিভিন্ন পেশাজীবীর সাথে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের দোয়ায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করতে হয়েছে। এ মেয়াদে যা শিখতে পেরেছি তবে আরেকটু সুযোগ পেলে আরো কিছু কাজ করতে পারবো। আমার সব সময় লক্ষ ছিলো এলাকার উন্নয়ন করা। দিন বদলের সনদ হিসেবে আমরা জনগণের কাছে প্রতিশ্রুত সকল কাজ সমাধান করতে পেরেছি। আপনাদের সহযোগিতায় এলাকায় যেভাবে উন্নয়ন কাজ হয়েছে, আগামীতে আপনাদের দোয়া ও আশীর্বাদ থাকলে আরো বেশি কাজ করা হবে। ঈদে সবারই কাজ কর্ম থাকে তারপরও সকলে যথাসময়ে উপস্থিত থাকায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
প্রবীণ আইনজীবী অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও বাবুরহাট কলেজের অধ্যৰ মোশারফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, পররাষ্ট্রমন্ত্রীর ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডঃ আহছান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুননবী মাসুম, সহ-সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যৰ দেলোয়ার আহমেদ, উপাধ্যৰ রতন কুমার মজুমদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাসুদ আলম, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতখারুল আলম মাসুম, কেন্দ্রীয় প্রাথমিক শিৰক সমিতির সভাপতি মোঃ আবুল বাসার, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিৰক হাফেজ আহম্মদসহ দোকান মালিক সমিতির সদস্য, ব্যবসায়ী ও সুধীজন।