
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের বহন করা প্রাইভেটকার জব্দ করা হয়। পরে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আটককৃত যুথি নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন। অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।
এর আগে বুধবার ভোরে আটকের পর ওই তরুণী গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, ‘আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার বারের লাইসেন্স করা। আমি ফেনসিডিলে আসক্ত না। আমি শুধু সঙ্গ দিতে তাদের সাথে আসছি। ইয়াবা তো আমার সাথে পায়নি, গাড়িতে পেয়েছে। ইয়াবা আমার সঙ্গীর। যতদিন থানা থাকবে, আমাদের মতো মানুষ থাকবে এবং থানায়ও আসতে হবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪ টায় যৌথবাহনী চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও পিন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ী জব্দ, মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
