অমর একুশে বইমেলায় চাঁদপুরের কৃতি সন্তান গোলাম রাব্বানীর প্রথম উপন্যাস ‘আর্তনাদ’ প্রকাশিত হয়েছে। গোলাম রাব্বানী চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ‘আর্তনাদ’ লেখকের প্রথম উপন্যাস। ২০১৬-এর বইমেলায় প্রকাশিত প্রথম বই ‘স্বপ্নের চিলেকোঠা’-এর মাধ্যমে লেখালেখালেখির জগতে পা রাখেন। প্রথম বই দিয়েই তিনি বাজিমাত করেছেন। পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছিল ‘স্বপ্নের চিলেকোঠা’ বইটি। মানুষকে স্বপ্ন দেখাতে গিয়ে তিনি সার্থক হয়েছেন। নতুন কিছু করার প্রত্যয়ে এবারের বইমেলায় তার উপন্যাস ‘আর্তনাদ’ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই ‘আর্তনাদ’ নিয়ে পাঠক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। পাঠকমহল ‘আর্তনাদ’ কে কেবল একটি উপন্যাস হিসেবেই দেখছেন না। তাদের মতে, ‘আর্তনাদ’ যেন এক জীবন্ত গল্প।
‘আর্তনাদ’ প্রসঙ্গে লেখক বলেন, ‘’প্রতিটি মানুষের জীবন জুড়ে অজস্র গল্প থাকে। দেখা যায় আমরা কেবল সুখের গল্প বলে বেড়াই। কিন্তু দুঃখের গল্প কেউই বলি না। কিন্তু কেন? সেগুলো কি জীবনের অংশ নয়? আমরা কেন জীবন থেকে পালিয়ে বাঁচতে চাই? শান্তির জন্য নাকি সান্ত্বনার জন্য? আসলে কি আমরা পালিয়ে বাঁচতে পারি? মূলত, জীবনের করুণ পরিণতি নিয়ে লেখা হয়েছে ‘আর্তনাদ’ উপন্যাসটি। জীবন কতটা নির্মম এবং রহস্যজনক হতে পারে তা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি ‘আর্তনাদ’ পাঠক মহলকে নতুন আঙ্গিকে ভাবিয়ে তুলবে।‘’
‘আর্তনাদ’ পাওয়া যাবে অমর একুশে বইমেলায় নওরোজ কিতাবিস্তান- এর ‘১১২-১১৩-১১৪’ নং স্টলে। যারা অনলাইনে কিনতে চান, তারা Rokomari.com (01519521971) নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।