: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের বটতলায় বৃহস্পতিবার ভোর রাতে টোকন ওরফে কায়া (৩৮) নামে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত টোকনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা থানায় তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনির উদ্দিন মোল্লা জানান, জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে টোকন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত ছয় মাস ধরে সে আতœগোপনে ছিল। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসি বটিয়াপাড়া বটতলা মোড়ে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।
এদিকে স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় মোবাইল ফোনে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।