প্রতিনিধি
গতকাল শুক্রবার বিকেল মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনি হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হকের অর্থায়নে নির্মিত আলহাজ্ব শামসুল হক সরকার ছাত্রাবাসের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে ও প্রভাষক পীরজাদা মাওলানা মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মহসিন, ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাড়ে পাঁচআনি হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রেবাত উল্লাহ।
এ সময় এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য রিয়াজউদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক একেএম সফিকউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, সহ-সভাপতি সফিকুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান মিয়া, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফউল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল সরকার, সাংগঠনিক সম্পাদক সলিমউল্লাহ বারী চৌধুরী সোহেল, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুকবিল হোসেনের নেতৃত্বে মায়া চৌধুরী বীর বিক্রমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মায়া চৌধুরী সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মতলব উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো গড়ে তোলার জন্য সরকারিভাবে সহযোগিতা করা হবে। এ অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানও জরাজীর্ণ থাকবে না। পর্যায়ক্রমে এ সরকারের আমলেই পাকা একাডেমিক ভবন করা হবে। এ সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।