চাঁদপুর: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ আলোচনার জন্য সবসময় প্রস্তুত। কিন্তু তা হতে হবে সংবিধান কাঠামোর ভেতরে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলাধীন কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে নির্বাচন পূর্ব সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবিধানে যেসব কথা ও বিধান আছে সেই বিধান অক্ষুন্ন রেখে যেকোনো আলোচনা অবশ্যই হতে পারে।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেভাবে শক্তিশালী হয়েছে এসব কিছু মিলিয়ে এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশকে আবার যারা পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চায়, দেশে বিরাজনীতি ফিরিয়ে আনতে চায় তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকারও অাহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।