২০১৪ সালের ২৭ শে আগস্ট বুধবার রাত সোয়া ৯ টায় রাজধানীর পূর্ব রাজা বাজারস্থ বাসায় ঢুকে ৮/১০ জন কিলিং স্কোয়ার্ড সদস্য ঠান্ডা মাথায় অত্যন্ত মর্মান্তিকভাবে পৈশাচিক কায়দায় ঠিক যেন কারবালার নিষ্ঠুরতার পুনরাবৃত্তি সিমার স্টাইলে হোসাইনী অকুতভয় বীর সিপাহসালারকে চিরতরে লাখো সুন্নি জনতার হৃদয়স্পন্দনে রক্তক্ষরন করে পরোপারে পাঠিয়ে দিল নিষ্ঠুর ইয়াজিদের প্রেতাত্তারা। যে কোন হত্যাই নিন্দনীয় ও জঘন্য অপরাধ। আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রঃ) হত্যা সকল জঘন্য অপরাধকেও হার মানিয়েছে। আমাদের দাবি এই হত্যার সুষ্ঠ তদন্ত করে দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি। সুন্নি জনতার দাবি একটাই ফারুকী (রঃ) এর হত্যার বিচার চাই, যাবতীয় ব্যক্তি স্বার্থের উর্ধ্বে, মতানৈক্যের দেয়াল ভেদ করে সমস্ত সু্িন্ন আলেম ও সুন্নি জনতা এক প্লাটফর্মে আসুক তবেই আল্লামা ফারুকীর আত্মা শান্তি পাবে। তার জীবন উৎসর্গ সুন্নিয়াতের তরে স্বার্থক হবে।
অচিরেই বাজারে আসছে
আলি আহছান হাবীব চাঁদপুরীর লেখা বই