স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০১৫-১৬ সেশনের একাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে এক অনুষ্ঠান একাডেমীর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও আল-আমিন সোসাইটির সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ এ.এইচ আহম্মদ উল্যাহ মিয়া। একাডেমীর অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুল গাফফার, ইংরেজি বিভাগের বিশেষজ্ঞ শিক্ষক প্রফেসর মোঃ আব্দুল গফুর ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক কাজী মুরাদ হোসাইন, হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোঃ মকবুল হোসেন, প্রভাষক হাফেজ মোঃ মোস্তফা, মাহবুবুর রহমান পাটোয়ারী, ইব্রাহীম আল আজাদ প্রমুখ।
একাডেমীর উপাধ্যক্ষ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এ.এইচ আহম্মদ উল্যাহ মিয়া বলেন, ভাল ফলাফল করতে হলে তথাকথিত আকাশ সংস্কৃতি থেকে দূরে থাকার কোনো বিকল্প নেই। ছাত্রদেরকে অবশ্যই একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনে সচেষ্ট থাকতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমেই সমৃদ্ধ দেশ এবং আদর্শ নাগরিক গঠন করা সম্ভব। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান ছাত্রদেরকে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম পালনের মাধ্যমে ভাল ছাত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম বক্তব্য রাখেন।

