-
প্রভু
এক স্রষ্টা সকল কিছু তাঁর সৃষ্টি
আমার আমিত্ব, অস্ত্মিত্ব কোথায়
কোথায় আদি-কোথায় অন্ত্ম
কোথায় সুখ-কোথায় দুঃখ
কোথায় ভয় – কোথায় জয়
সব মিলিয়ে প্রভু, আমি অচেনা
অজানা আমার আমি তোমার আমি
আমর সকল চিন্ত্মার আঁধার
প্রভু তুমি শুধুই প্রভু
তুমি সবার প্রভু
তুমি সকল সৃষ্টি ও স্রষ্টার প্রভু
তুমি একমাত্র প্রভু
তুমি আমার প্রভু
যদি তুমি কারও সৃষ্টি না হও
তবে তুমি তোমারও প্রভু
প্রভুত্বের জন্যেই প্রভুর সৃষ্টি
আর অনুগত্যতার জন্যই সৃষ্টি কুলের সৃষ্টি
প্রভু আমার প্রতি সদয় হও
আমি একাত্ববাদী তুমি প্রভু একমাত্র প্রভু