স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আল হেরা ওয়াহাদিয়া একাডেমী মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়ছে। রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি এবিএম খালেদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আবু ছাদেক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, চাঁদপুর নতুন বাজার আহমদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ছোট সুন্দর আল-আমিন ছিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজির আহমেদ, শাহতলী কামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াছিন, আল হেরা ওয়াহাদিয়া একাডেমী মহিলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নূরে আলম, সহকারী শিক্ষক হাফেজ আব্দুল বায়েছ, এলাকার সমাজ সেবক মজিদ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিশু মজুমদার, যুবলীগ নেতা আহসান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম মজুমদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলোয়াত করেন মাদ্রাসার ছাত্রী আয়শা আক্তার। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।