সংবাদ বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোহাম্মদ ফারুক এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় উক্ত মাদ্রাসার প্রাঙ্গনে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জানাযায় অংশগ্রহণ করেন, শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহবুবুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ আব্দুস সাকুর সহ আত্মীয় স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
তিনি দীর্ঘদিন অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে হিউস্টনের অস্টিন শহরের একটি হাসপাতালে গত ১৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতের একটি ফ্লাটে মরহুমের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল-হেরা ওয়াহেদিয়া একাডেমী মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিংবডির দাতা সদস্য সহ এলাকার সর্বস্তরের মানুষ।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।