নিজস্প প্রতিবেদক॥
চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সুনামধন্য সামাজিক প্রতিষ্ঠান আল-হেরা ফাউন্ডেশন এর ছাত্র কল্যানমূলক প্রকল্প, আল-হেরা বৃত্তি প্রকল্প-২০১৪ সালের বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সুহিলপুর বাজার সাকসেস মিলনায়তনে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা ও সনদপত্র বিতরন করা হয় । ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ শাহ আলমের উপস্থাপনায় জনাব মোঃ আবুল কালামের সভাপতিতে অনুষ্ঠান সম্পূর্ন হয় । এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং হাঁটিলা পশ্চিম ইউনিয়নের সফল চেয়ারম্য্না বিশিষ্ঠ রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব মোঃ ইমাম হোসেন লিটন, প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে মেধাবী ও শিতি লোকের ভুমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সমাজ থেকে সকল প্রকার মাদক, নেশা, ইভটিজিং, অন্যায় ও অবিচার দুর করতে সকল মেধাবীদের এগিয়ে আসার আহব্বান জানান । পড়ালেখায় আরও মনোযোগী হয়ে মেধার যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা । ফাউন্ডেশনের এই মহৎ কাজ আরো একদাপ এগিয়ে নেয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন । এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃত্তি প্রকল্পের পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিকবৃন্দ, অবিভাবকমন্ডলী ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।