শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে পৈত্রিক সম্পতিতে ঘর নির্মানের সময় ভূমিদস্যুরা গৃহবধু শাহিনুর বেগম (২৬) কে কুপিয়ে গুরতর জখম করেছে। গত রবিবার সকাল ১০টায় আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর রক্তাক্ত অবস্থায় গৃহবধু শাহিনুর বেগমকে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহত শাহিনুর বেগমের স্বামী বাদল মিজি চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০৬ তাং ০২/০৫/২০১৬।
মামলা রেকর্ডের পর রাতে চাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে আশিকাটিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী নজরুল ইসলাম (৪৫), হাকিম মিজি (৬৫) ও রুবেল মিজিকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, গৃহবধু শাহিনুর বেগম তার পৈত্রিক সুত্রে পাওয়া ৬ শতাংশ জমির উপর চৌচালা একটি টিনের ঘর নির্মান কাজ ধরে। এসময় পাশের বাড়ির হাফেজ মিজির ছেলে নজরুল ইসলামের নেতৃত্বে মজিদ মিজির ছেলে হাকিম মিজি, জুলফিকার মিজির ছেলে রুবেল মিজি, দেলোয়ার হোসেনের ছেলে শুভ,হাকিম মিজির মেয়ে রুমা সহ ১০/১৫ জনের দলবল দেশীয় অস্ত্র নিয়ে গৃহবধু শাহিনুর বেগমের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে শাহিনুর বেগমের মাথা ও হাতে ব্যপক জখম হয়। জানা গেছে, হাফেজ মিজির ছেলে নজরুল ইসলাম এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার অত্যাচারে ও ভয়ে এলাকায় কেউ কথা বলে না। সে এলাকাবাসীর জায়গা দখল করতে প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটায়।