শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের গাজী বাড়িতে নেশাখোর দেবড় ইসমাঈল গাজী হামলায় বড় ভাইয়ের স্ত্রী শাহনাজ বেগম (২২) গুরুত্বর আহত হয়েছে। শনিবার সকাল ৯টায় দেবড়ের হামলায় ভাবি আহত হওয়ার গুরুত্বর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযুক্ত ২জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, পাইকাস্তা গাজী বাড়ি বশির উল্লার গাজীর ছেলে ইসমাইল গাজী জুয়া ও নেশার টাকা যোগাতে তার ভাইভাবিকে খুব অত্যাচার ও শারিরীক নির্যাতন চালান। ঘটনার দিন টাকা চাইলে তার ভাবি শাহানাজ বেগম না দিতে অপরাগতা স্বিকার করলে ও শ্বশুর বশির উল্লাহ গাজিকে জানালে দেবর ইসমাইল গাজী উত্তেজিত হয়ে ভাবিবর উপর নির্যাতন চালায়। এসময় নেখাখোর ও জুয়ারি ইসমাইল গাজি লাঠিচোঠা দিয়ে বেদম পিঠিয়ে ভাবি শাহনাজ বেগমে আহত করে। ঘটনার পর তাকে আহত অবস্থা চাঁদপুর সরকারি জেনারেল হাসাপাতালে নিয়ে আসা হয়। অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার এ.এস.আই নন্দন সরকার ঘটনার জানতে ও আহত কে দেখার জন্য হাসপাতালে যান।
শিরোনাম:
শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।