শাহরিয়ার খান কৌশিক ঃ
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মতিন পাটওয়ারীর বসত বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় মারাতœক অপ্রীতিকর ঘটনা ঘটনার আশংকা করছে এলাকাবাসী। ঘটনার বিবরনে জানাযায় আজ শনিবার দুপুর দেড়টায় আশিকাটির হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিগ্রস্ত পরিবার জানায়, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মতিন পাটওয়ারী দীর্ঘ দিন প্যারালাইসসে অসুস্থ্য হয়ে পড়লে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগী গ্রামের মনু মিয়ার স্ত্রী মাহফিয়া বেগম (৫৫) দীর্ঘ ৭ বছর পূর্বে জোর র্পর্বক সন্ত্রাসী বাহিনী ভাড়া করে বসত বাড়িতে ঘর উত্তোলন করে। এরপর সে সেখানে তার মনোনিত ব্যাক্তিকে থাকতে দেয়। এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার তাদের মধ্যে দেন দরবার হলেও কোন সুরাহ হয়নি। এলাকার কিছু অসাধু ব্যাক্তি মাফিয়ার অবৈধ টাকার কাছে সমাজের নিয়ম কানুন ধুলিসাৎ করে দেয়। গত সপ্তাহ পূর্বে মতিন পাটওয়ারী তার নিজস্ব সম্পতিতে একটি দোচালা ঘর উত্তোলন করলে গতকাল মাহফিয়ার সন্ত্রাসী বাহিনী সে ঘর টুকরো টুকরো করে ভাংচুর করে। ঘটনার সময় মতির পাটওয়ারীর বাড়িতে কোন পুরুষ লোক না থাকার কারনে তারা এ সুযোগ হাতিয়ে নেয়। শুধু বাড়ির দুজন মহিলা ও তার জিয়ের জামাই ঘটনার সময় অবস্থান করেন। জিয়ের জামাই জহির হোসন ঘটনার সময় সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে তারা ৩০ থেকে ৩৫ জন সন্ত্রানী তার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে কথা বললে তাকে হত্যা করবে বলে জহির হোসেন সাংবাদিকদের জানান। মতিন পাটওয়ারীর ছোট ভাইয়ের স্ত্রী নাছিমা বেগম বলেন, তারা সর্ব প্রথম বাড়িতে প্রবেশ করে পুরুষ লোকদের খোঁজে আর অকত্য ভাষায় গাল মন্দ করে। আমারা বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর ুপ্ত হয়ে উঠে। মাহফিয়ার দেবর মান্নান সব সময় তাদেকে বিভিন্ন ভাবে হুমকী ধমকী দিয়ে আসছে। বিষয়টি স্থানীয় ভাবে একাধিকার সমাধানের জন্য ইউপি মেম্বারকে অবহিত করা হলে তিনি কোন উদ্যোগ নেননি বলে নাছিমা বেগম জানান। এ বিষয়ে ইইপি মেম্বার লোকমান মুন্সির সাথে কথা বললে তিনি বলেন, আমি অনেক বার চেষ্টা করেছি বিষয়টি সমাধানের জন্য, কিন্তু তাদের গাপিলতির জন্য সমাধান করা হয়নি। গতকালের ঘটনাটি তিনি জানেনি জানতে চাইলে তিনি বলেন, আজকের বিষয়টি আমাকে এখনো তারা জানায়নি। এদিকে তিগ্রস্ত পরিবার বিষয়টি সুষ্ট সমাধান চান। কিন্তু যে কোন অদৃশ্য ইন্দনের জন্য বিষয়টি সমাধান হয়নি, ভবিষৎে যে কোন সময় তারা আবার এসে হামলা ও ভাংচুর করার আশংকা করে মতিন পাটওয়ারীর পরিবার। তারা এখন জীবনের ঝুকি নিয়ে একলা বাড়িকে বসবাস করছেন। বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসনের হস্তপে কামনা করছেন তারা। এ রিপোর্টর লেখা পর্যন্ত এ ঘটনার জন্য চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

