চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে তাঁর
‘মুজিব শতবর্ষে’র লোগো সম্বলিত স্মারক স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। গতকাল
১৭ মার্চ রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্তম্ভের ফলক
উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ফলক উন্মোচনের পর
পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথি।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশ পরিচালনার
দায়িত্বে আছেন। তাঁর নেতৃত্বেই এই জন্মশতবর্ষ পালন করতে পারছি। এটা পুরো
জাতির জন্যে পরম সৌভাগ্যের। তিনি বলেন, করোনা ভাইরাস জনিত পরিস্থিতির
কারণে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাই জন্মশতবার্ষিকীর কর্মসূচি
পুনঃবিন্যাস করা হয়েছে। আগামীতে সুবিধাজনক সময়ে আমরা অনেক অনুষ্ঠান করবো।
তিনি আরো বলেন, এই চাঁদপুর সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
আমাদের জাতির পিতার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই কলেজে বঙ্গবন্ধু
এসেছিলেন এবং শেরে বাংলা হোস্টেল মাঠে বক্তৃতা করেন। এজন্যে তাঁর প্রতিকৃতি
সম্বলিত স্থাপনা এখানেই নির্মাণ করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে আরো
স্মরণীয় করে রাখতে মুজিববর্ষেই আমরা সেটি করেছি।
তিনি উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন আমরা পিতা
মুজিবের আদর্শ বুকে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্যে যে যার
জায়গায় থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করি। তাহলেই দেশ এগিয়ে যাবে। করোনা
ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকারও জোর অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ
মাহবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার
হোসেন, বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ অন্যান্য অতিথি, সুধীজন,
শিক্ষকম-লী, শিক্ষার্থীবৃন্দ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ।