অভিজিত রায় ॥
আহমাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহিদুর রহমান চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সকল কাজ করতে হবে। তার প্রতি আত্মসমর্পন করেই আমাদের চলা উচিত। এর সাথে সাথে আমাদের পিতা-মাতা ও শিক্ষদের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। মা-বাবা একজন সন্তানের কাছে অর্থ বিত্ত চায় না, তারা চায় তার সন্তানটি যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে। দুনিয়াতে উচ্চ শিখরে পৌঁছতে হলে পিতা-মাতার পাশাপাশি শিক্ষদেরও পূর্ণ শ্রদ্ধা করতে হবে। আজ পৃথিবীতে ৭’শত কোটির উপর মানুষ বসবাস করছে। এ মানুষের মধ্যেও একজনের সাথে আরেক জনের মিল খঁজে পাওয়া ডাবে না। সৃর্ষ্টিকর্তার এ এক অপর সৃর্ষ্টি, তিনি আছেন বলেই আমারা এ সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারছি।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নাজমুল পাটওয়ারী, পরিচালনা পর্ষদের অবিভাবক সদস্য আব্দুল জলিল শেখ, মাদরাসার উপাধ্যক্ষ ইউসুফ আহমেদ খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটওয়ারী, ইংরেজী প্রভাষ সেফাতুন নাহার, ইংরেজী শিক্ষক বিল্লাল হোসেন, আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুর রহিম। মিলাদ পরিচালনা করেন অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে ফয়সাল আহমেদ ও দাখিল পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাফেজ মোঃ আমিনুল ইসলাম। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন দাখিল পরীক্ষার্থী তামান্না আক্তার। হাম সাদমান শাকিল ও নাতে রাসুল পরিবেশন করেন আবু বক্কর সিদ্দীকী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দাখিল পরীক্ষার্থী মোজাম্মেল হোসেন।