প্রেস বিজ্ঞপ্তি ঃ
বাসা বাড়ি ও কল কারখানায় জোর করে চাপিয়ে দেয়া প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্মাপতিবার মানববন্ধন করবে চাঁদপুরের ভুক্তভোগী সাধারণ জনগন।আগামীকাল বিকেল ৩টায় চাঁদপুর শহরস্থ শপথ চত্বরে (কালী বাড়ী মোড়) এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সারা বাংলাদেশে প্রিপেইড মিটার স্থাপনের অংশ হিসেবে চাঁদপুরেও প্রিপেইড মিটার স্থাপনের কর্মকান্ড হাতে নেয় চাঁদপুর বিদ্যুৎ বিভাগ। কিন্তু চাঁদপুর জেলা ছাড়াও যে সব জেলা প্রি-পেইড মিটারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটি স্থান বা জেলা থেকে গ্রাহকের ভোগান্তির কথাই বেশি শুনা যাচ্ছে। নতুন মিটারে গ্রাহকের বিল বেশি নেয়া, ৫শ’ টাকার বিদ্যুতে মাত্র ২শ’ ৮৫ টাকা ব্যবহার করা যায়। আর ২ হাজার টাকার বিদ্যুতে মাত্র ১ হাজার ৩শ’ ৩৪ টাকা ব্যবহার করা যায়। যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট সাধ্য।
আমাদের দেশ বিদ্যুৎ খাতে স্বয়ং সম্পূর্ণ নয়। যেখানে লোড শেডিং নিত্য দিনের সঙ্গী সেখানে সাধারণ মানুষের উপর জোর করে চাপিয়ে দেয়াতে ফুঁসে উঠেছে চাঁদপুরসহ সারাদেশের জনগন। এতে ক্ষুণœ হচ্ছে সরকারের ভাবমূর্তি।
সাধারণ জনগনের দাবী, প্রিপেইড মিটার বন্ধ হোক। প্রিপেইড মিটারের প্রভাব পড়বে দ্রব্য মূল্যের বাজারে। তখন মানুষ দুর্নীতিতে আরো বহুগুনে জড়িয়ে পড়বে। এই প্রিপেইড মিটারের কোন সুফল নাই। যদি বিন্দুমাত্র সুফল থাকতো তাহলে জনগন তা সাদরে গ্রহণ করতো।
তাই প্রিপেইড মিটার বন্ধের দাবিতে আজ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং মানববন্ধন করবে চাঁদপুরের ভুক্তভোগী জনগন তথা বিদ্যুৎ গ্রাহকগন।