ফরিদগঞ্জ প্রতিনিধি:
ইসলাম হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে কুটক্তি করায় সাবেক মন্ত্রী আ: লতিফ সিদ্দিকীর দ্রুত বিচার করে ফাঁসির দাবী এবং নতুন আইনের দাবীতে গতকাল বৃহষ্পতিবার সকালে ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ শাখার উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাসষ্ট্যান্ড থেকে বের হওয়া মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়। পরে ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো: মনির হোসেন পাঠানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো: জয়নাল আবেদীন। এছাড়া ইশা আন্দোলনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাও. হেলাল উদ্দিন, ইশা শ্রমিক আন্দোলনের সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি খোরশেদ আলম, বর্তমান সভাপতি রাকিবুল হাসান সেক্রেটারী জাকির হোসেন , মাও. আবু মুসা, হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, লতিফ সিদ্দিকী হজ্জের বিরুদ্ধে কথা বলে আল্লাহ’র রাসুলকে নিয়ে কটুক্তি করে নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছে। তাই সরকার তার ফাঁিস দ্রুত কার্যকর এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে নতুন আইন প্রনয়নের দাবী জানান। #
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।