চাঁদপুর: সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ বোধগম্য নয় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির। মন্ত্রী বলেছেন, ‘বিজয়ী প্রার্থীদের অনেকেই চিহ্নিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি। এরপরেও কীভাবে ভোটাররা তাদের জয়যুক্ত করেছে তা বোধগম্য নয়।’
শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভরাডুবির প্রসঙ্গে ডা. দীপু মনি একথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি আর বলেন, ‘সিটি নির্বাচনের প্রভাব যাতে জাতীয় সংসদ নির্বাচনে না পড়ে সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষত আমাদের প্রার্থীরা যোগ্য থাকা সত্ত্বেও কেনো পরাজিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘কারা, কোথায় কী ধরণের বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে এ পরাজয়ের কারণ সৃষ্টি করেছে তাও খতিয়ে দেখা হবে।’ সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলেন সৎ ও জনকল্যাণে নিবেদিত মানুষকে ভোটাররা কেনো ভোট দেয়নি তা নিয়ে নিজেকেই প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী।
সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি নাবিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেখানে আটক সাত বাংলাদেশি নাবিককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ নিয়ে কিছু গণমাধ্যম মিথ্যাচার করছে।’
ডা. দীপু মনি সরকারের সফলতা উল্লেখ কেরে বলেন, ‘এর আগে আমরা আফগানিস্তানে তালেবানদের হাতে বাংলাদেশিদের মুক্ত করে আনা ছাড়াও লিবিয়া থেকে ৩৭ হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদে ফেরত এনেছি।’
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।