গাছের ডালাকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুত্বর আহত হয়ে ৬দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিও’তে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকেলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মতলব উত্তর উপজেলা শাখার সাধারন সম্পাদক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তাহের মিয়াজী (৪৮) মারা গেছেন । ১৪ আগষ্ট বুধবার বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি………রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ৩ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি সুজাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মিয়াজীর ছেলে।
আবু তাহের মিয়াজীর মৃত্যুর সংবাদ নিজ এলাকা সুজাতপুর ও তাঁর কর্মস্থল নিশ্চিন্তপুরে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতার হয়। মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। শিক্ষার্থীর চোখে অশ্রু ধরে রাখতে পারছে না, তাদের প্রিয় স্যারের মৃত্যু তারা মেনে নিতে পারছে না।
ঘটনার পর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাদী হয়ে একই বাড়ীর মৃত. হাবিব উল্লা মিয়াজীর ছেলে বশিরউল্লাহ, সাইফুল, রুহুল আমিন, নুরুল আমিন, আবুল কালাম, মিজান, নূরুল আমিনের ছেলে সুমন ও নুরুল আমিনের স্ত্রী নুর জাহানকে আসামী করে মামলা করা হয়। তবে মামলা করার পরও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি।
মঙ্গলবার নিশ্চিন্তপুর এলাকায় মতলব উত্তর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, নিশ্চিন্তপুর স্কুল ও কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে।
গত ৯ আগষ্ট ঈদের দিন দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হয়। ৬ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বুধবার বিকেল ৩ টায় ইন্তেকাল করেন।
মতলব উত্তর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তাহের মিয়াজী (৪৮)র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল হাসান রিয়াজ ও মতলব উত্তর প্রেস ক্লাব।
শোকবার্তায় তারা বলেন, শিক্ষক আবু তাহের মিয়াজীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। যারা এই শিক্ষককে অমানসিকভাবে নির্যাতন করে হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।