ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী ওয়াপদা গেট এলাকার সিএনজি চালক মাহবুব (২৫) পরকীয়া প্রেমের টানে ইঁদুরের ঔষুধ খেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে সিএনজি চালক মাহবুব তার পরকীয়ার প্রেমিকা ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী সুমি বেগমের (২২) সাথে প্রেম নিয়ে বাকবিতন্ডা বাধলে এক পর্যায়ে বাড়ি ফিরে সে ঘরে থাকা ইঁদুরের ঔষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ মতলব ডগরপুর এলাকার প্রবাসীর স্ত্রী সুমি বেগমের সাথে তার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে থেকে দীর্ঘ আলাপ ও প্রণয়ে পরিনত হয়। তাদের সেই প্রেম আলাপের মধ্যে পালিয়ে গিয়ে বিয়ে করার তারিখ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে মাহবুব বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে চিরতরে পৃথিবীর মায়া ত্যাগের সিদ্ধান্ত নেন। তাই সে ঘরে থাকা ইঁদুরের ঔষুধ খেয়ে চুপ চাপ শুয়ে থাকে। তার মুখ থেকে লালা বের হতে দেখে পরিবারের লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী থেকে ওয়াশ করে বিষ বের করে আনে।