ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুর শহরের মরহুম আঃ করিম পাটওয়ারী সড়কে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার অভাবে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন অভিভাবকরা। চাঁদপুরে একের পর এক প্রাইভেট হসপিটালগুলোতে রোগীমৃত্যুর ঘটনায় সম্প্রতিকালে ব্যাপক ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার সকাল ৬টায় বিপনীবাগ তালতলা এলাকায় ইউনাইটেড হাসপাতালে ডাক্তার না থাকায় চিকিৎসার অভাবে এক নবজাতকের মৃত্যু ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, মতলব উত্তর আমিরাবাজার বালুরচর এলাকার জয়নালের স্ত্রী আয়েশা বেগমের (২০) প্রসব যন্ত্রণায় কাতর হলে ঈদের দিন সকালে দালালের মাধ্যমে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। ঐ দিন ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তার এনে সিজার করে তার বাচ্চা প্রসব করে। ৩দিন নবজাতক শিশু ও মা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় নবজাতকের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ঐ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে চিকিৎসা বাবদ ১২ হাজার টাকা রেখে দেয়। শুক্রবার সকালে নবজাতক শিশুটি অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে ডাক্তার না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির বাবা জয়নালকে শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তাদের কথামত জয়নাল তার বাচ্চাকে নিয়ে মা ও শিশু হাসপাতালে গিয়ে ডাক্তারের দেখা না পেয়ে পুনরায় ফিরে আসে। এর কিছুক্ষণ পরেই নবজাতক শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর শুনে ইলেক্ট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ উৎকোচ এর বিনিময়ে সংবাদ না প্রচার করার জন্য অনুরোধ করে। এ ঘটনায় নবজাতকের পরিবার জানায়, হাসপাতালে ডাক্তার না থাকায় শিশুটির মৃত্যুর কারণ। তারা বুঝতে পেরে পূর্বেই ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। শিশু মারা যাওয়ার পরেও ঔষধ খরচ বাবদ আরো টাকা দাবি করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।