স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১৩টি ও হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ প্রার্থী তালিকা চূড়ান্ত করে। ওই রাতে স্থানীয় সরকার/ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনর সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন যারা তারা হচ্ছেন : ১নং বিষ্ণুপুর ইউনিয়নে শামীম খান, ২নং আশিকাটিতে বিল্লাল হোসেন পাটওয়ারী (বিল্লাল মাস্টার), ৩নং কল্যাণপুরে সাখাওয়াত হোসেন রণি, ৪নং শাহমাহমুদপুরে কামাল হোসেন লালু, ৫নং রামপুরে মোঃ আলমামুন পাটওয়ারী, ৬নং মৈশাদীতে মোখলেসুর রহমান মিজি, ৭নং তরপুরচ-ীতে ইমাম হাসান রাসেল গাজী, ৮নং বাগাদীতে বেলায়েত হোসেন বিল্লাল গাজী, ১০নং লক্ষ্মীপুরে মোঃ সেলিম খান, ১১নং ইব্রাহিমপুরে কাশেম খান, ১২নং চান্দ্রায় খান জাহান আলী কালু, ১৩নং হানারচরে আব্দুস সাত্তার রাঢ়ি ও ১৪নং রাজরাজেশ্বরে হযরত আলী বেপারী।
হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের প্রার্থীরা হচ্ছেন : ১নং গাজীপুরে মোঃ হাবিবুর রহমান গাজী, ২নং আলগী উত্তরে মনির হোসেন দুলাল পাটওয়ারী, ৩নং আলগী দক্ষিণে মোঃ আবুল বাশার, ৪নং নীলকমলে মোঃ সালাউদ্দিন সর্দার, ৫নং হাইমচরে মোঃ শাহাদাত সরকার ও ৬নং চরভৈরবীতে আহমদ মাস্টার। আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল সূত্রে থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯নং বালিয়া ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। আর বালিয়া এবং ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে এ দফা নির্বাচন হচ্ছে না। সদরের ১২টি ও হাইমচরের ৬টিসহ ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ৩১ মার্চ বৃহস্পতিবার। আর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ বুধবার।