আবু সাঈদ, কচুয়াঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। চাঙ্গিনী গ্রামে আরও বাকী আড়াই কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের উন্নয়নের ফলশ্রুতিতে প্রতিটি এলাকায় ভিক্ষুকের সংখ্যা হ্রাস পেয়ে দারিদ্র্য মোচনে দেশ এগিয়ে যাচ্ছে। যারা দলীয় চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, এলাকার উন্নয়নে এগিয়ে এসে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিন। আগামী ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সমর্থন জানিয়ে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামের কামাইরবাগ বাড়ী সংলগ্ন মাঠে এক শুভ বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা এম.এ ইউসুফ পাটওয়ারী- আশরাফপুর ইউপি ছাত্রলীগ সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র রায়ের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য সহিদ উল্ল্যা, কচুয়া উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি জিএম আতিক, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও নব-নির্বাচিত কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন ও উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম স্বপন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান ও আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হক তালুকদার লিটন। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন- ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা সুজন, চন্দন, সাইফুল ও আজাদ।
এদিকে একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কোমরকাসা গ্রামে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন, কচুয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর দলীয় নেতাকর্মী সহ নব-নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।