ষোলঘরস্থ ইকরা মডেল একাডেমির বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন-২০১৪ স্থানীয ষ্টার আল কায়েদ জুট মিল ক্যাম্পাসে গত ২২মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপি অনুষ্ঠানমালার প্রভাতী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী অ্যাডভোকেট সানোয়ারা সুলতানা। পাটকল পরিদর্শন, মজার মজার খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকালে অনষ্ঠিত হয় ছাত্র- ছাত্রী ও অতিথিদের অংশ গ্রহনে এবং কুয়াশা ব্র্যান্ড দলের পরিবেশনায় মনোঞ্জ সংগীতানুষ্ঠান। এতে বিশেষ অতিথি ছিলেন ষ্টার আল কায়েদ জুট মিলের জেনারেল ম্যানেজার মোঃ আবুল Ÿাসার পাটওয়ারী এবং পুলিশ সুপার মোঃ আমির জাফরের মা জুলেখা বেগম, শশুর মোঃ নুরুল হক, শাশুরী সুফিয়া বেগম এবং তনয়া হৃদি ও তানহা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
একাডেমির নির্বাহী পরিচালক গোলাম হোসেন টিটুর পরিকল্পনা ও নির্দেশনায় এবং পরিচালক ফৌজিয়া আক্তারের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, আবদুর রহমান, শুভ্র রক্ষিত, শামিমা আক্তার, রাবেয়া আক্তার, রুমা আক্তার, সুমি আক্তার, হালিমা আক্তার, খালেদা আক্তার, বদরুননাহার এবং হাসনেহেনা এ্যানি।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।