স্টাফ রিপোর্টার :
পিইসিইতে ‘জিপিএ ৫’ পেয়েছে ইকরা মডেল একাডেমি ২৪ জন শিক্ষার্থী । আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় ফলাফলে ইকরা মডেল একাডেমি ২৪ জন শিক্ষার্থী ‘জিপিএ ৫’ পেয়েছে ।এর মধ্যে ছিলো চাঁদপুর নিউজের সম্পাদক প্রভাষক ডা.এস.জামান পলাশ ও প্রভাষক ডা.কে.জামান তিন্নির মেয়ে সাদিয়া জামান নিসা।
ইকরা মডেল একাডেমির মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫- ২৪জন,এ- ১৩জন,এ মাইনাস ১ জন,বি ২ জন পেয়েছে। শিক্ষার্থীদের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে স্কুলের পরিচালক গোলাম হোসেন টিটু বলেন, আমি খুশি আমার স্কুলের এ ফলা ফলে।
আশা করি স্কুলের ছেলে মেয়েরা সৎ, নির্ভীক এবং নীতিবান হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং সমাজের জনকল্যাণে কাজ করবে।
চাঁদপুর নিউজ সংবাদ