দেলোয়ার হোসাইন॥
ঘরের হোল্ডার লাগাতে গিয়ে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাঁদপুর সদরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ ইয়াছিন খান (১৪) এর করুন মৃত্যু ঘটেছে। নিহত ইয়াছিন খান চাঁদপুর সদরের ইচলী এলাকার খান বাড়ির ইদ্রিছ খান এর ছেলে। ২ ভাই ১বোনের মধ্যে সে ছিল ২য়। ভদ্র আচরনের কারনে তার বন্ধু-বান্ধব সহ এলাকাবাসী তার মৃত্যুতে শোকাহত। জানা যায় মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ ঘরে হোল্ডার লাগাতে গিয়ে বৈদ্যুতিক আর্থিং লাইনের সাথে জড়িয়ে পড়ে তার মৃত্যু ঘটে। তাৎক্ষনিক ঘরের মধ্যে পরিবারের অন্যান্য সদস্যদের কেউ উপস্থিত না থাকায় তার মৃত্যুর সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি কেউ আন্দাজ করতে পারে নি। পরে তার বোন এসে মেইন সুইচ অফ করে, ততক্ষন স্কুল ছাত্র ইয়াছিন না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার বাদ যোহর তার নামাজের জানাযা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। স্কুলছাত্রের এ করুন মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। উল্লেখ্য তার বাবা মোঃ ইদ্রিস খান ইচলী লঞ্চঘাট এলাকার মাইক্রো চালক।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।