দেলোয়ার হোসাইন॥
* জোয়ারের সময় পানির উচ্চতা বেশি থাকায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে
* ঈদুল আযহার পূর্বে লঞ্চ ভিড়ার সম্ভাবনা রয়েছে
বর্ষাকালে ডাকাতিয়া নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরের ন্যয় এবারো ইচলী লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। চাঁদপুর-রায়পুর সড়ক ও সেতু উদ্ধোধন হওয়ার আগ থেকে উক্ত ঘাট থেকে একযোগে লঞ্চ ও ফেরী চলাচল করায় ঘাটটি যাত্রীসাধারন জমজমাট হয়েছিল। কিন্তু চাঁদপুর-রায়পুর সড়ক উদ্ধোধন হওয়ার পর থেকে লঞ্চ চলাচল থাকলেও ফেরীর প্রয়োজনীয়তা না থাকায় ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করেই ইচলী লঞ্চঘাটটির জমজমাট অনেকাংশে কমে যায় এবং স্থানীয় ছোট-খাট দোকনাদারগন কিছুটা ব্যবসায়ীক লোকসানে পড়েন। পরবর্তীতে লঞ্চঘাটে এম.ভি রফ, রফ, এম.ভি জম-জম, বোরাক সহ কিছু বড় ধরনের লঞ্চ এ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে জেলার দক্ষিনাঞ্চল সহ সুদূর নোয়াখালী ও লক্ষীপুর থেকে যাত্রীসাধারণ উক্ত ঘাট দিয়ে লঞ্চযোগে ঢাকা যাতায়াত শুরু করেন। যার ফলে ইচলী ঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসান থেকে কিছুটা মুক্তি পেলেও এখন আবার গত কয়েক বছর যাবত বর্ষাকালে ইচলী ঘাটে লঞ্চ না ভিড়ার কারনে এসব ব্যবসায়ী ও ইজারাদারদের কয়েক মাস লোকসান গুনতে হয়। তবে গত কয়েক বছর পূর্বে মেঘনা মোহনায় একটি লঞ্চ ডুবার পর থেকে মেঘনা মোহনাকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে, বিআইডব্লিউটিআই কর্তৃপক্ষ ইচলী লঞ্চঘাট থেকে বর্ষাকালে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এম.ভি মিতালী লঞ্চের ঘাট সুপারভাইজার ইচলী এলাকার বাসিন্দা আঃ মতিন জানান বর্তমানে মোহনা ঝুঁকিপূর্ণ না হলেও মেঘনা-ডাকাতিয়া নদীতে জোয়ারের সময় পানির উচ্চতা বেশি হয়ে যাওয়ায় চাঁদপুর নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতুর সাথে কয়েকটি লঞ্চের মাথা আটকে যাওয়ার কারনে বর্ষাকালে ইচলী লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে সামনে ঈদুল আযহার পূর্বে ইচলী লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচলের সম্ভাবনা রয়েছে মর্মে ইজারাদারদেরকে বিআইডব্লিউটিআই কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। ঘাটে গিয়ে দেখা যায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় ইচলী এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। কয়েকজন ব্যবসায়ী জানান যতদিন পর্যন্ত লঞ্চ চলাচল শুরু না হচ্ছে, ততদিন এসব দোকানপাট বন্ধ থাকে।