ডাঃ এস.জামান পলাশ
ইডেমা বা শরীরে অতিরিক্ত পানি
মানব দেহের টিসু বা কলায় অতিরিক্ত পানি জমে ফুলে যাওয়ার নাম ইডেমা। শরীরের যে কোন স্থানে পানি জমতে পারে, তবে পা, পেট, হাত এবং মুখ এসব স্থানে ইডেমা বেশী দেখা যায়।
যেসব কারণে ইডেমা হয়
১. খাদ্যে অতিরিক্ত লবণ
৩. কিডনি রোগ
৪. লিভার সিরোসিস
৫. গর্ভকাল
৬. লিম্ফ বা লসিকা চলাচলে বাধা
৭. দীর্ঘক্ষন দাড়িয়ে বা বসে থাকা
৮. কিছু ওষুধ- ক্যালসিয়াম ব্লকার, ব্যথানাশক, স্টেরয়েড ইত্যাদি।
কোন কোন সময় ইডেমা হার্ট ফেইলিওর, কিডনি রোগ বা লিভার সিরোসিসের মত জটিল রোগের উপসর্গ বা চিহ্ন হিসাবে দেখা দেয়। হার্ট ফেইলিওর হলে হূদযন্ত্র সংকোচনের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ রক্ত বের করতে পারে না। ফলে ফুসফুস, পা, পেটে পানি জমে যায়।
কিডনি অসুস্থ হলে প্রস্রাবের মাধ্যমে দেহের অপ্রয়োজনীয়
পানি ও লবণ বের করতে পারে না। ফলে, চোখের চারিদিক বা পায়ে পানি জমে ফুলে যায়। লিভার সিরোসিস হলে প্রোটিন উত্পাদন কমে যায়। ফলে পানি রক্তনালীর ভিতরে না থেকে
বাইরে চলে যায়। তাই ঐ স্থান ইডেমা হয়ে ফুলে যায়।
===================================
বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://zamanhomeo.com/blog/?p=6875