প্রতিনিধি
ইতালির ভেনিস শহরে মুসাররাফ হুসাইন নামের এক বাংলাদেশী ইতালিয়ান নাগরিকপ্রাপ্ত এক মরোক্কিয়ান শামির গোউয়াযেমকে (২৯) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটে ২০ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টায় ইতালির অন্যতম পর্যটন কেন্দ্র ভেনিসের সান্তা লুসিয়া চত্বরে। জানা যায়, মুসাররাফ স্ত্রী ও দু শিশু সন্তান নিয়ে ৫ বছর যাবৎ ভেনিসে বসবাস করছেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টে আদাবেলা কাজ করতেন। ওই কাজের পর তিনি অবসর থাকায় পারটাইম হিসেবে স্টেশনে পর্যটকদের লাগেজ আনা নেয়ার কাজ করতেন। বিনিময়ে পারিশ্রমিক পেতেন। ঘটনার দিন মরোক্কিয়ানের সাথে মুসাররাফ কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জন্ম সূত্রে ইতালিয়ানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে পুলিশকে ফোন করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় পান। পরে পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত জেনে আধা ঘণ্টার মধ্যে আসামীকে ধরে হাজতে প্রেরণ করেন। বর্তমানে মুসাররাফ ইতালির জেলে বন্দী আছেন। তবে ঘটনার আসল রহস্য এখনও জানা যায়নি। পুলিশ মূল ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। কেন বাংলাদেশী নাগরিক ওই মরোক্কিয়ানকে ছুরি দিয়ে আঘাত করে কুপিয়ে হত্যা করেছে? তবে ধারণা করা হচ্ছে লাগেজ বহন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে। কারণ সেখানে প্রায়ই পর্যটকদের লাগেজ নিয়ে ইতালিয়ানদের সাথে জগড়া বিবাদ হত। পরের দিন কোনো বাংলাদেশী স্টেশনে কাজ করতে আসেনি নিহত ব্যক্তিকে শ্রদ্ধা করে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।