জমির হোসেন ইতালি থেকে
কথায় আছে নামে নামে জমে টানে। এ রকমই একটি ঘটনা ঘটে গেল ইতালির সিসিলির পালেরমোতে। নামের ভুলের কারণে সেলিম নামের এক বাংলাদেশী বিনা অপরাধে দীর্ঘ ১০ বছর কারাভোগ করে সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে মুক্তি পান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, উন্নত এ রকম একটি দেশের বিচার বিভাগ এতো বড় একটা ভুল করবে এটা কখনও মেনে নিতে পারছি না। তাদের ভুলের কারণে আমার জীবন থেকে যে ১০ বছর চলে গেছে এবং যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমাকে কি দিয়ে পূরণ করবে। কে ফিরিয়ে দেবে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া দশটি বছর। সেটি আদৌ কি আর ফিরে পাবো।
সেলিম ১৯৯৫ সালে সিসিলির পালেরমোতে তার কর্ম জীবন শুরু করে। সেখানকার প্রতিবেশীদের সঙ্গে তার বরাবরই সুসম্পর্ক ছিলো। কিন্তু হঠাৎ করে একদিন পুলিশ এসে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। এই একই নামে অন্য এক আলবানেসি নাগরিকের অপকর্ম তার উপর চাপিয়ে দেয় এবং সেলিমকে কোনো প্রকার জামিনের সুযোগও দেয়া হয়নি। ইতালির ইমিগ্রেশন আইনে টাকার বিনিময়ে অবৈধ লোক পাচার করা একটি বড় অপরাধ। এ অপরাধ সেলিম করেছিল তবে সে বাংলাদেশী নাগরিক নয় সেটি ছিলো আলবানেসি নাগরিক মোহাম্মদ সেলিম। নামের বিভ্রান্তির কারণে বাংলাদেশী সেলিমকে বিনা অপরাধে দীর্ঘ ১০ বছর কারাভোগ করতে হল। যে অপরাধে সেলিম দশ বছর কারাভোগ করে অবশেষে আদালতে প্রমাণ মিলে ওই অপরাধগুলো বাংলাদেশী মোহাম্মদ সেলিম নয়, আলবানেসি মোহাম্মদ সেলিম করেছে। সঠিক অপরাধীকে খুঁজে পেয়ে আদালত কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে ভুলের ক্ষমা প্রার্থনা করে নিরাপারাধী বাংলাদেশী সেলিমকে বেকসুর খালস করে দেন। সেলিমের উকিল জুলিয়ানা ভিতেল্ল বলেন, কোনো প্রকার ক্ষতি সেলিমের হারিয়ে যাওয়া দশটি বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না। তিনি বিচার বিভাগের কাছে দাবি করেন শুধু সেলিম নয়, ভুল বিচারে কারো যেনো এ রকম সাজা পেতে না হয়।